• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

১৮০০ ঘণ্টার শ্রমে ক্যাটরিনার বিয়ের শাড়ির নেপথ্যে ৪০ বাঙালি কারিগর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১, ০৯:৪৫ এএম
১৮০০ ঘণ্টার শ্রমে ক্যাটরিনার বিয়ের শাড়ির নেপথ্যে ৪০ বাঙালি কারিগর

জল্পনা-কল্পনার পর অবশেষে বিয়ে। শুরু থেকেই বিয়ের প্রস্তুতিতে চোখ ছিল ভক্তদের। কী হবে আর কী হবে না, তাতেই ছিল সব কৌতূহল। এরপর বিয়ের আয়োজন শেষ না হতেই নজর পড়েছে বিয়ের পোশাকে। কথা হচ্ছিল, বলিউডের আলোচিত জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে।

গত ৯ ডিসেম্বর রাজস্থানের বারওয়ারা ফোর্টে সাতপাকে বাঁধা পড়েছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বিয়ের অনুষ্ঠান শেষেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেন এই জুটি। এরপরই হট্টগোল শুরু ভক্তদের। সম্প্রতি ক্যাটরিনার বিয়ের শাড়ি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলেছে। ভক্তদের আগ্রহকে নতুন করে হাওয়া দিলেন খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়।

বলিউড তারকাদের বিয়ে মানেই সব্যসাচীর ডিজাইন করা পোশাক। ক্যাটরিনার বিয়েতেও ব্যতিক্রম হয়নি। সব্যসাচীর পোশাক আর গয়নার সঙ্গে আরও মোহনীয় হয়ে উঠেছেন সুন্দরী ক্যাটরিনা। বিয়ের শাড়ি পরা ক্যাটরিনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। সেই সঙ্গে ছোট্ট গল্পও শেয়ার করেছেন বিখ্যাত ডিজাইনার সব্যসাচী।

প্রত্যেক তারকার বিয়েতেই সব্যসাচী স্বতন্ত্রতা বজায় রেখেছেন। ক্যাটরিনা কাইফের বিয়ের পোশাক কোথায় অন্য তারকাদের থেকে আলাদা? জানতে চেয়েছিলেন অনুরাগীরা। সেই কৌতূহল মিটিয়েছেন সব্যসাচী। অভিনেত্রী বিয়ের পোশাক তৈরির নেপথ্যের যে কাহিনি তিনি শোনালেন, তাতে চমকে গেছেন নেটিজেনরা।

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবি পোস্ট করে সব্যসাচী লিখেন, “দিন-রাত এক করে প্রায় ১৮০০ ঘণ্টা ধরে বাংলার ৪০ জন কারিগর ক্যাটরিনার বিয়ের একটি পোশাক জিজাইন করেছেন।”

ছবিতে দেখা যায়, ক্যাটরিনা হালকা গোলাপি রঙের মসলিন কাপড়ের শাড়ি পরে আছেন। এতে রয়েছেন সুতার কারুকাজ। কারিগররা হাত দিয়েই সুতার এই কারুকাজ করেছেন। শুধু তাই নয়, মসলিন কাপড়ও হাতেই বুনেছেন কারিগররা। বাংলার মসলিন কাপড়ের সঙ্গে রঙিন সুতোর কাজ বাঙালি তাঁতিদের খ্যাতি আরও একবার প্রমাণ করিয়ে দিল। এবার সেই ঐতিয্য বলিউড তারকা ক্যাটসুন্দরীর বিয়েতেও সেই ছোঁয়া মিলল ডিজাইনার সব্যসাচীর হাত ধরেই।

বিয়ের আগের মুহূর্তে ভিকি কৌশলের সঙ্গে এই শাড়ি পরে ফটোস্যুট করেন ক্যাটরিনা কাইফ। সঙ্গে পরেছেন জমকালো হিরার গহনা, যা সব্যসাচীরই ডিজাইন করা।

সব্যসাচী জানান, মায়ের ব্রিটিশ ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিয়ের পোশাক চেয়েছিলেন ক্যাটরিনা। তাই ব্রিটিশ ঐতিহ্যকে সম্মান জানিয়ে শাড়ির সঙ্গে মিলিয়ে ঘোমটাও তৈরি করা হয়েছে।

 

Link copied!